Ads

গন্ধ

মঈনুল করিমঃ

বেশ পুরাতন জামা,
বৃ‌ষ্টির জ‌লে ধু‌য়ে‌ছি, জলাশ‌য়েও ;
কতবার ভি‌জি‌য়ে‌ছি সাগ‌রের নোনা জ‌লে
ভাবলাম ঝর্ণার জ‌লে যা‌বে এর গন্ধ।

এক বন্ধু ব‌লে‌ছি‌লো- কোন গন্ধ নেই এ‌তে,
বুঝলাম- দৃশ‌্যমান নাক থা‌কে সবারই,
ত‌বে সব নাকই কার্যকরী হ‌বে, এমন নয়।
আর জান‌তে চাই‌নি কা‌রো কা‌ছে।

বারংবার জামা‌কে বি‌ভিন্ন জ‌লে ধুই
‌দে‌খি গন্ধ কম‌লো কী না!
আমা‌কে অবাক ক‌রে দি‌য়ে
এর সুবাস যেন বে‌ড়েই চল‌ছে যুগ ধ‌রে।

‌ভোলা হ‌লো না জামায় লে‌প্টে থাকা তোর শরী‌রের গন্ধ
‌ভোলা হ‌লো না আর তো‌কে…

লেখকঃ কবি।

আরও পড়ুন