Ads

গলগ্রহ

বিবাহ সূত্রে অনিচ্ছাসত্বেও তুমি আমার ,
ভরনপোষনের ভার গ্রহন করতে বাধ্য হয়েছো ৷৷

দায়িত্ব বোধ থেকে প্রতিপালন করে চলেছো আমাকে ৷
আমিও রয়ে গেছি সনাতনী তোমারই গলগ্রহ ৷৷

মন ভেঙে যায়,দিনে দিনে আমিও নিঃশেষ হয়ে যাচ্ছি ৷
আমার সব ইচ্ছে গুলো রোজ ভেঙে যায়,গুড়িয়ে যায় ৷৷
অপ্রাপ্তির নিরাশর সোচ্চারে মন কুঁড়ে কুঁড়ে খায় ৷
বুকের মাঝে চিরো দেওয়া নেওয়া এক ফালি সরু সুতো জুড়ে আছে তোমার আমার মাঝে ৷৷

তোমার আশ্রিতা যে আমি ,শুধুই শূন্যতায় হয়তো বা কখনও পূর্ণ হয় খানিক ৷
নিঃসঙ্গতায় তোমার মায়াহীন কায়ার নিজস্বতা খুঁজে বেড়াই ৷৷

তোমার বাসনার জাগতিক আহরন ,নোনা স্বাদে ভেসে যায় আমার গলা ,বুক ৷
বিকল্পের ভূলে উপঢৌকন ছুঁড়ে দাও আমাকে তোমার খামখেয়ালীতে ৷৷

শুধুই অনুভবে জেগে ওঠে গাঢ় বেদনা …….৷
ব্যথা পান করি অচিরেই ,
আমি গলগ্রহ হয়েই থেকে যাবো চিরদিন …..৷৷

 

 

অনামিকা বোস – কবি (ওপার বাংলা)  

আরও পড়ুন