Ads

চলো যাই।।

 

আমি আর তুমি
একই মেরুতে দাঁড়িয়ে আছি অসহায়।
মনে হয় মানুষ হয়েই আছি।
কখনও কখনও
লোভ দুপায়ে
ঠেলছি ।
সত্যের ভাষন
নিয়ে,
মরা গাঙেও
নাও
বেয়ে চলেছি।
মাঝি
কত জল হলে
আমার নাও
ডুববে না?
এক রাশ
বিষন্ন হলুদাভ হজম
করে,
চির চেনা পথে
হাত ধরাধরি।
লুটোপুটি
চুমু দিয়ে
অশ্রু বন্যায়ও হেসেছি ;
চলো এবার
নিরুপমা ,
তোমার নিরুদ্দেশের
ঠিকানায়।

০৪.০৪.২০২০

লেখকঃ নুরে আলম মুক্তা, কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন