Ads

চাওয়ার বাইরে

-শিমু খান

মেঘ ডাকে দূরে ছায়া ঘুরে ঘুরে
আশা দিয়ে যায়,
বৃষ্টি কি আসবে? হৃদয় কি ভাসবে শত শত কবিতায়!
লতা গুল্ম ভাবনারা প্রাচীর জাপটে হৃদয়ের,
আশা কিন্তু থেকেই যায়।

গ্রীলের বাইরের উঠোনে চোখ,
কতদূর,,, হাঁটছে মেঘ সঙ্গি নিয়ে জল,
কার্তিক অগ্রহায়ণ আসবে ভেবেই কি এ ছলনায়!
মনে ঘর মরুময় ছিটেফোঁটা জল নেই,
তৃষ্ণালু চোখ মেঘে খোঁজে জল তাই,
জানি তাকে পাবো না,তবু চাই চাই মন।
উত্তর দেবে সে প্রশ্নের দেখা নাই।

প্রতারণায় পরেছে মন কি করে ফেরাবো?
ভাববো তা পরে ভেবেই বিলাসিতা করে নিলাম,
আজ না হয় পেয়ে যাই চিন্তায় যা চেয়েছিলাম।

শিমু খান – কবি।

আরও পড়ুন