Ads

চাপা আগুন

রূপম দেব

ট্রেন ছুটে গেছে কবে ;
গম্তব্যের ওপারে মেঘের সান্নিধ্যে !
তবু অপেক্ষা
গড়ায় লোনা স্রোতে !
ক্লান্ত রেললাইন;
হারমোনিকায় তোলে সুর;
একাকী ছন্দে
শিস দ্যায় নিস্তব্ধতা…!
ভেজা হাওয়া
ঘুরে ঘুরে দোল খায় ;
স্টেশন জুড়ে.. ;
শরৎ আকাশ
কি পড়েছিলো
পোড় খাওয়া এ মনের যত ব্যাথা !
হঠাৎ বৃষ্টি জাগায়
এ কোন নিঃসঙ্গতা !
সমস্ত রাত
টুপটাপ
বানভাসি বালুচর ;
বিরহে বিভোর
অস্থির চিলেকোঠা ;
ভিজে রাতভর..
তবু চাপা আগুন
নিভে না;
বুকের কার্নিশে জমা
কত অভিমান কেউ বুঝেনা …

রূপম দেব – কবি।

আরও পড়ুন