Ads

চির দিনের সেই তুমি

হামিদা আক্তার শিল্পীঃ

রূপালি রোদ্দুর মাখা ধান সিঁড়ির ঐ দিগন্তে
তোমার নামে এক ঝাঁক শালিকের  মুখরিত মাতামাতি লেগেই থাকে অবিরত
তোমার নামেই আমার আঁখি যুগল হয় শীতল
তোমার চরণ ধরব বলে নয়ন পেতে ছিলাম।

তোমায় নিয়ে লিখবো বলে
দীর্ঘায়িত করি তোমার ছায়াপথ
সেই তোমার নামেই আমার এ ক্ষুদ্র পথ চলা

যখন ছিলে না এ ধরায়-এখানে বাসা বেঁধে ছিল জাত- বেজাতের নানান তকমা
এলে তাই- শত বছরের শত জুলুমের শত শৃঙ্খল ভেঙে
প্রজন্মের পর প্রজন্ম জাত- বে-জাতের বেড়াজাল হল ছিন্ন
এই অবহেলিত জনপদে প্রতিষ্ঠা পেল মৈত্রীর বন্ধন

তোমার নামেই জাগ্রত হয় থমকে যাওয়া সাহস
তোমার মাঝেই একটি সকাল থেকে সন্ধ্যা বয়ে যায়
তোমার নামেই মেঘেদের আল্পনায় আঁকা হয় তাদের অতীত বর্তমান, ভবিষ্যত

সারা দিগন্ত জুড়েই তোমার বসবাস
চিরন্তন শ্বাশত জীবনে চির সবুজের চির গৌরব তুমি

উৎসর্গঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।

লেখকঃ কবি।

আরও পড়ুন