Ads

চুক্তি স্বাক্ষর

ফয়জুন্নেসা মণি

সাগরের পানিকে কখনো হ্যাঙ্গারে
ঝুলানো যায়না – হঠাৎ যে নরম ফুল চোখের অগোচরে
গাছ থেকে ঝরে পড়েছে শিশিরের ছোট্ট বুকে
ইচ্ছে হলেই তাকে আবার ফিরিয়ে দেয়া যাবেনা
শুন্য বৃন্তে। কিন্তু আমি তাই চাইতাম,
কিন্ননের গান শুনতাম দূরে কুয়াশা আচ্ছন্ন
রাত্রি শেষে। আজ আমি কষ্টের সঙ্গে
হ্যান্ডশেক করে চুক্তি স্বাক্ষর করেছি যে
হতাশা আজ থেকে আমার শেষ অবলম্বন,
কান্না আমার দক্ষিণের মিষ্টি হাওয়া। অশরীরী দুঃখ,
আমার প্রিয় শাড়ির ভাজে ভাজে
ন্যাপথলিনের গন্ধ।

মৃত্যু দেখেছি অনেক – যা আমার কাছে মামুলি ব্যাপার মনে হয়
এখন, হেয়ার ড্রায়ার দিয়ে
আমি আমার ভেজা কান্না শুকাই – হাঁপানি রোগীর
ইনহেইলার দিয়ে –
আমি আমার নিঃস্ব রাতের শ্বাস-কষ্ট থামাই।

কবিঃ কবি ও সাহিত্যিক

আরও পড়ুন