Ads

চোর

চোরের মায়ের বড় গলা
কথায় তাদের ছলা-কলা
সুযোগ পেলে ভরে ছালা
সময় মত দেখায় খেলা।

অফিস আদালতে করে চুরি
ফাইল আটকে করে পকেট ভারী
করে তারা সুন্দর বাড়ি
চড়ে অনেক দামি গাড়ি।

শিক্ষকরা ক্লাসে করে পড়া চুরি
পড়ায় নিয়ে নিজের বাড়ি
কোচিং প্রাইভেট আর টিউশনি
সবকিছুই করে নিজের জন্য।

রাজনীতিবিদরা কথার হাড়ি
তারাই সবচেয়ে ক্ষমতা ধারী
দেশের সম্পদ করে চুরি
বিদেশ নিয়ে করে গাড়ি আর বাড়ি।

ঠিকাদাররা করে পুকুর চুরি
রডের বদলে দেয় বাশের সারি
ক্ষমতার জোরে পাঁয়তারা কাজ
দেশের করে বড় সর্বনাশ।

আমলারা সব বুদ্ধির হাড়ি
কলম দিয়ে করে চুরি
হামলা-মামলা ধার ধারে না
সুযোগ পেলে ধরে বায়না।

যে যেখানে যেভাবে পারে
সুযোগ বুঝে চুরি করে
হে প্রভু তুমি চালাও শুদ্ধি
সবার মনে দাও শুভবুদ্ধি।

মোঃ আতিকুর রহমান-কবি

আরও পড়ুন