Ads

জন্মান্তর পেরিয়ে 

হাসান ওয়াহিদঃ

প্রায়ই আমাদের যুদ্ধ লেগে যায় —
কিছুদিন পরে আপাতত সন্ধি।
নিবেদনের ডালায় পরিতাপের পিঁপড়েরা
বিচ্ছেদের নকুলদানা খেয়ে যায়।
আঁধারের পালঙ্কে শুকতারা জেগে থাকে একা
ভালোবাসা মেলে না এ জীবনে…   …
যে পালঙ্কে কামনায়, অভ্যাসে, যান্ত্রিকতায়
মাঝে মাঝে সূর্যপ্রসব হয়
তবু ভালোবাসাহীন জীবন।
চকচকে বেদানার দানার মতো বেদনারা
পড়ে থাকে ইতস্তত,
পোড়া হৃদয়ের হাত
বাড়ানো থাকে চিরকাল ভালোবাসার তেষ্টায়

সহস্রবার রোদ ওঠে, জ্যোৎস্না ঝরে পড়ে শরীরের ওপর, তুষারে ঢেকে যায় কতবার —
প্রস্তরীকৃত বসে থাকি নতজানু একা।
মন্বন্তর, হিমযুগ অতিক্রম করে
কবে আসবে সহস্রাব্দের ভোর
দিগন্তে ভেসে উঠবে শিথিল হয়ে আসা শঙ্খধ্বনি
কাঁপা কাঁপা কয়েকটা নরম আঙুল
ছুঁয়ে যাবে ভিজে গাল
তুলে ধরবে নামিয়ে-নেয়া মুখ

জন্মান্তর পেরিয়ে আমি আবার চোখ মেলব।

লেখকঃ কবি।

আরও পড়ুন