Ads

জলপাথর

 

দু’চোখ তোমার জলপাথরে গড়া
সুখ বেদনার নিগূঢ় রূপসাগর
বিষ-পীযুষের অমিত রত্নাকর
চোখ যে মনের অচেনা হরকরা।

আকাশজুড়ে মেঘের ঘনঘটা
জমলে আঁধার মন ভাঙা শ্রাবণে
দুঃখের ধারা অঝোর অকারণে
মেঘ চিরে তাও জ্বলে জ্যোতির্চ্ছটা।

আগুনমুখো ফাগুন এলে বনে
ডানার টানে উথলে দূরের হাওয়া
কম্পিত বুক কিসের হুতাশনে
মেলায় মোহন স্বপ্ন-রঙিন চাওয়া।
মন ভেরে কোন অচেনা বন্দরে
জমাট জলে ফুল ফোটে অন্তরে।

ঝড়ের চূড়া জাপটে ওড়ো যদি
শান্ত আকাশ হাসবে ঊর্ধ্বলোকে
জল ঘোলালেও নিত্য এ ভূলোকে
জল সুশীতল পাবেই নির্বিরোধী।

জলের জোয়ার জাগাও যদি প্রাণে
দেখবে প্রেমের রঙ জাগে পাষাণে।

 

মুজতাহিদ ফারুকী- কলামিস্ট নয়া দিগন্ত । 

আরও পড়ুন