Ads

জাফরান পালক

জাফরান পালক

পুড়ে যাচ্ছে নগর। পুড়ে যাচ্ছে গ্রাম শহর।
পুড়ে যাচ্ছে ফুল পাখি লতাপাতা ঘাসফড়িং।
পুড়ে যাচ্ছে স্বপ্ন রঙধনু আর যা কিছু সুন্দর!
এ এক দারুণ রৌদ্রখরতা; ভেতর বাহির।…

দিবস-রজনী জোছনাচাঁদ পূর্ণিমা-অমাবস্যা
পাণ্ডুর মুখে দেখছে চেয়ে লুটেরার রুক্ষথলি—
দমকা হাওয়ায় ছাই হয়ে উড়ে যাচ্ছে মানুষ;
ফানুস বিশ্বাসে রঙের দঁড়িতে ঝুলছে জীবন।

থৈথৈ মিষ্টি জলের নদ-নহর কোথাও কী
অবশিষ্ট নেই ফুসফুসের গান শোনাতে?

যা কিছু সুন্দর;
যা কিছু নশ্বর পৃথিবীর পরে’
পোড়া গন্ধ মুছে বুকের চারপাশটায়
এসো আজ কিশলয় সাজাই জাফরান পালকে।

লেখকঃ তাসনীম মাহমুদ, কবি ও সাহিত্যিক।
২২.০৯.২০২০

আরও পড়ুন