Ads

জীবন পরিক্রমা

জীবন মানেই আঁকা বাঁকা পথ
জীবন মানেই পিচ ঢালা পথ।
জীবন মানেই সুখ দুঃখের খেলা,
জীবন চলার পথে করবেনা হেলা।
ভূমিষ্ঠ হবার সাথে শুরু হয় যুদ্ধ,
শৈশবের দিন গুলো থাকেনা তো বদ্ধ। কৈশোরে বাবা-মা দেয় পড়াশোনার চাপ,
খেলার মাঠেতে যেন না দেই ধাপ।
মরি মরি! কি এসব পড়ার জ্বালা,
পাঠেতে বসেনা মন মন চাই শুধু খেলা আর খেলা।
যৌবনে এসে দেখ কত রঙিন সপন,
দুদিন পর ফিকে যাবে কঠিন এ ভুবন।
লেখাপড়া শেষে পড়ে চিন্তার ভাঁজ,
যৌবনের সব রঙিন সপনে পড়ে মরিচীকা লাজ।
বার্ধক্যে হবে তোমার যাযাবর জীবন,
ছেলে মেয়ের দ্বারে যাবে তোমার চরণ।
কত পিতা কত মাতা হায় বৃদ্ধাশ্রমে রয়,
তাদের মায়ায় হায় সন্তানের অশ্রু না বায়।
জীবন মানেই সংগ্রাম জেনে রেখো তাই,
কষ্ট ছাড়া জীবনে সাইন করা দায়।

 

সাইফুর রহমান- কবি 

আরও পড়ুন