Ads

জ্বলে ওঠা নক্ষত্র ।। শেখ ফাহমিদা নাজনীন

।। শেখ ফাহমিদা নাজনীন ।।

 

আমাদের সাহসের আকাশে,

একেকটি নক্ষত্র জ্বলে ওঠে হঠাৎ করে।

আমরা আলোকিত হই,

উদ্ভাসিত হই।

সে আলোর অরূপ ছটায়,

পরস্পরকে চিনে নেই।

আমরা সংঘবদ্ধ হতে থাকি।

সে অলৌকিক আলো,

আমাদের পথ চিনিয়ে দেয়,

সিরাতুল মুস্তাকিমের পথ।

আমরা সংঘবদ্ধ একটা দল,

আলোর রেখা অনুসরণ করে এগোতে থাকি।

সহস্র বছরের জমে থাকা আঁধার মুছে যেতে থাকে,

ঘুঁচে যেতে থাকে সহস্র বছরের জমে থাকা ভয়।

আমরাও মানুষ হয়ে উঠি,

কেউ কেউ হয়ে উঠি আলোকিত মানুষ।

সে আলোতে পষ্টভাবে চিনে নেই,

আঁধারবাহী শত্রুর মুখ।

আমরা সাবধান হই,

সংরক্ষিত হাতিয়ারের লক্ষ্যসীমা নির্ধারণ করি সুস্পষ্টভাবে।

আমাদের সাহস বাড়তে থাকে,

আমরা স্বপ্ন দেখতে শুরু করি,

পৃথিবীর সমস্ত মরুপ্রান্তর,

ঘন জঙ্গল, পাহাড়-পর্বত পেরিয়ে,

প্রতিটি প্রান্তসীমা,

সে আলোর স্নিগ্ধ ছটায় উদ্ভাসিত করার স্বপ্ন দেখি।

স্বপ্ন দেখি সকল প্রতিবন্ধকতা পার হয়ে,

প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি অন্তরে,

সে পবিত্র আলোর দীপশিখা জ্বালিয়ে দেবার।

আমাদের স্বপ্ন,

আমাদের সাহস,

যখন আমাদের পরিচয় হয়ে ওঠে,

তখনই নিভে যায় নক্ষত্র।

ইবলিশ ভাবে,

এভাবেই বুঝি ভেঙে দেওয়া যায় আলোর মিছিল।

অথচ আমরা আবার পা বাড়াই,

আমাদেরই মাঝ থেকে জ্বলে ওঠে অন্য কোন নক্ষত্র,

নক্ষত্র – একটি, দুটি, অসংখ্য।

আমাদের একটি নক্ষত্রের পতন,

অসংখ্য নক্ষত্রের আগমনী সংগীত।

কবিঃ কবি ও গল্পকার 

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা,গল্প,কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক!  আপনি আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন,“তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) ।আসুন আমরা বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই। আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন