Ads

রাখী

জসিম উদ্দিন বিজয়ঃ

তোমার হাতের রাখীতে আমার চোখ
চোখের আয়না উপচে পড়ছে আলো
নজরে আমার লজ্জা খেয়েছি ভেঙে
তাই তো হৃদয়ে বাঁধে না বাসতে ভালো।।

সবুজ লতিকা লটকানো কোন দ্বীপে
রেখে দেওয়া এক মুগ্ধ মুকুল তুমি
সোহাগী স্রোতের ঢেউভাঁজ আঁকা দেহে
অঙ্গে তোমার মরে যায় মরুভূমি
ঘন বিদ্যুত পলকে পলকে ঢালো।।

যেখানে ছুঁয়েছে তোমাকে চাঁদের কণা
হেরে গিয়ে খেলে লুকোচুরি কালো মেঘে
নকল নগরে বিমুগ্ধ পথচারী
বাওলা হয়েছি তোমার পরশ লেগে
মন মন্দিরে মালাভরা মোতি জ্বালো।।

আরও পড়ুন