Ads

তুই আসলে কে

ডঃ সুরাইয়া ইয়াসমীন হীরা
………………………..

তুই আসলে কে
বলতে আমায় দে-

বলি যদি, তুই আমারি
থমকে দেয়া মন।
তুই আসলে বুকের ভেতর
একটা সবুজ বন।

তুই যে আমার মনের ঘরে
বেহুঁশ করা ঘুম।
তোর কপোলে যাচ্ছি রেখে
আদর এবং চুম।

কাছে আছিস, থাকিস তবু
হাজার অযুত দূর।
তোর বিরহে তেরো নদী
সাতটি সমুদ্দুর।

অযুত দূরে আছিস প্রিয়ো
অযুত দূরে থাক।
তুই-আমাতে হাজার নদী
এমনি বয়ে যাক।

ডঃ সুরাইয়া ইয়াসমীন হীরা কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন