Ads

তুমি আছো বলে

—-হোসনে আরা মেঘনা

গুল বাগিচায় সুরের ঝঙ্কার
তুমি আছো বলে
শরৎকালে পূবাল হাওয়ায়
শিউলিমালা দোলে।

অগ্নিবীণায় সাম্যের সুর
তুমি আছো বলে
বিষের বাঁশি হয় উদাসী
নতুন চাঁদের কোলে।

গানের মালা, গানের বুলবুল,
চোখের চাতক পাখি
সুর মুকুরে হৃদয় ভরে
স্বরলিপি শিখি।

ছায়ানট কাব্য কথায়
তুমি আছো বলে
চিত্তনামার প্রলয় শিখায়
দোলনচাঁপা দোলে।

রক্ত টগবগ কাব্য গানে
তুমি আছো তাই
জীর্ণ জরার শেকল কেটে
বার্ধক্যরা পালায়।

হওনি গত অবিরত
আছো সবার মনে
অনন্তকাল রবে তুমি
বাংলা সাহিত্যের অঙ্গনে।

হোসনে আরা মেঘনা – কবি ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন