Ads

তুমি আসবে বলে

-হোসনে আরা মেঘনা

তুমি আসবে বলে
সবুজ চুলে
ফুল বেঁধেছে হেনা,
তুমি আসবে বলে
ঝিলের জলে
ভাসছে শাপলার পানা।

তুমি আসবে বলে
কদম ডালে
নাচে শরৎ পাখি,
তুমি আসবে বলে
ঋতু-রাণী
সাদায় মাখামাখি।

তুমি আসবে বলে
নীল নভোমন্ডলে
সাদা মেঘের ভেলা,
তুমি আসবে বলে
দিন-দুপুরে
রোদ-বৃষ্টির খেলা।

তুমি আসবে বলে
দোয়েল দোলে
দীঘল কাশের ফুলে,
তুমি আসবে বলে
শালিক নাচে
ছাতিম গাছের ডালে।

তুমি আসবে বলে
মালা গাঁথি
শিউলি তলে বসে,
তুমি আসবে বলে
সব কবিতা
স্মৃতির পটে হাসে।

তুমি আসবে বলে
নীল-বসনা
নীলাঞ্জনা সাজি,
তুমি আসবে বলে
কপোলের তিল
উল্লাসিত আজি!!

হোসনে আরা মেঘনা – কবি ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন