Ads

তোরা সব জয়ধ্বনি কর

।। নাজমা বেগম নাজু ।।

ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়

তোরা সব জয়ধ্বনি কর—

চির নতুন প্রজ্ঞাবহ ঘনঘটায় কাঁপছে আকাশ

জাগরণী মত্ত সুরে।

আসল এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল–

কোথায় যেন সৃষ্টি সুখের উল্লাসে এক জয়ধ্বনি

জয়ের নেশায় সৃষ্টি মুখর ফাগুন রঙা দিন।

আকাশ ছোঁয়া বজ্র নিনাদ বিদ্রোহী সুর জাগে

নতুন জীবন, মানব প্রেমী প্রার্থনা এক

ধরার ধুলোয় আসে।

বজ্র শিখার মশাল যেন আসছে ভয়ংকর

ওরে ঐ হাসছে ভয়ংকর —

ভয়ংকর এক দানব নাশী, সৃষ্টিকামী কল্যানী দিন

সূর্য মশাল জ্বালিয়ে আসে হৃদয় নীড়ের কাছে

হৃদয় ঘরের অশেষ আলোয় আসবে সুদিন

সোনালী এক আলোর প্রভাত।

কালবোশেখির সৃষ্টি মুখর ঝড়

তোরা সব জয়ধ্বনি কর।

কবিঃ কবি, প্রাবন্ধিক, জাতিসংঘের প্রথম কন্টিনজেন্ট নারী কমান্ডার এবং ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী  

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা,গল্প,কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক!  আপনি আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন,“তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) ।আসুন আমরা বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই। আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

ফেসবুকে কবি নাজমা বেগম নাজু

আরও পড়ুন