Ads

দিন বদলের হাওয়া

 

এমন এক সময় যাচ্ছে এখন
যেখানে স্বপ্নহারা সবাই
প্রকৃতিও থমকে থাকে যেন
জনগণ পায়না খুঁজে দাওয়াই।

শাসক আজ রুদ্রের মূর্তিতে
বিকল ওই বিবেক যন্ত্র কল
সত্য পথ হারিয়ে মরে
গুণীজন হারায় মনের বল।

সন্ত্রাস, গুম, ধর্ষণ ,খুন
শুনি এই নিত্য খবরগুলি
জীবনের মূল্য বড়ই কম
মানবতা তুচ্ছ পথের ধূলি।

অপরাধী পায়না সাজা আর
নিষ্পাপ ধুঁকে ধুঁকে মরে
তবু মুখে ন্যায়ের ফল্গুধারা
দেশ কাঁপে দুর্নীতি জ্বরে।

ধ্বংসের যজ্ঞ যাবে বয়ে
তবুও করতে পারি সব
কেননা এটাই সত্যি এখন
চলছে এই চেতনার রব।

এভাবে কাটছে প্রতিদিন
সমাধান যায় না খুঁজে পাওয়া
তবু ওরা সুখে মত্ত সব
চারিদিকে দিনবদলের হাওয়া।

 

মেহেনাজ তাবাসসুম- কবি, সাহিত্যিক  ও এডমিন মহীয়সী।   

আরও পড়ুন