Ads

দুঃখের কবি

 

দুঃখের সাগরে ভাসতে গিয়ে,
হলাম দুঃখের কবি।
উঠলো না আর পুব আকাশে,
জ্বলন্ত ঐ রবি।।

সবার সঙ্গে হেসে খেলে,
কাটছে যখন জীবন।
কেউ তো আর বুঝতে না যে,
আমার হচ্ছে মরন।।

দুঃখের সাগরে ভাসতে গিয়ে,
সুখ গেছে হারিয়ে।
মুঠো মুঠো সুখ যখন,
নিচ্ছে সবাই কুড়িয়ে।।

এদিক-ওদিক ছুটি যখন,
একটু সুখের সন্ধানে।
ভুলেই গেছি আমি তো বন্দী,
সকল দুখের বন্ধনে।।

আমি হতে পারি দুঃখের কবি,
যদি ফিরি তোমাদের তরে।
সুখ- দুঃখ তো নিয়েই জীবন,
প্রত্যেকে এরা পরের তরে।।

 

শুভজিৎ দাস- কবি

আরও পড়ুন