Ads

ধর্ষিত মাতৃভূমি

ফারহানা শরমীন জেনী

আমি লজ্জিত আমি কুন্ঠিত
আমি স্তম্ভিত আমি শংকিত
আমি এক ধর্ষিতার মা
আমি এক ধর্ষকেরও মা।
আমি পারিনি আগলাতে
আমার আদরের কলিজা
আমি পারিনি গড়তে
আমার আদরের হৃদয়টা।
হে ধর্ষক সন্তান তোকে
হ্যা তোকে বলছি
তুইত শুধু নরম মাংসপিণ্ড
দলিত মথিত করিসনি
সাথে দুমড়ে মুচড়ে শেষ করেছিস
লাল সবুজের এই মানচিত্র।
ঐযে আকাশের পানে
উড়ছে পতাকা ;আজ তার
গোল বৃত্ত বাংলা মায়ের রক্তেরন্জীত।
পাক হানাদার গিয়েছে চলে
কিন্তু রেখে গেছে জারজের চিহ্ন!
এই অর্জিত স্বাধীনতার সাথে
আর চলবে কত তামাশা!
ধর্ষিত কি শুধু একজন নারী?
ধর্ষিত তোর মা,ধর্ষিত তোর বোন,
ধর্ষিত তোর স্ত্রী, ধর্ষিত তোর মেয়ে
সর্বোপরি ধর্ষিত এই মাতৃভূমি!
আর কতকাল মানুষরুপি জানোয়ার
খুবলে খাবে মানচিত্রের অঙ্গিকার???

ফারহানা শরমীন জেনী কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন