Ads

ধর্ষিত সভ্যতা

এমদাদুল হক হীমু

সভ্যতা হিমঘরে পড়ে আছে ময়নাতদন্তের তরে।
বারবার তার তন্বী তনু হচ্ছে  বায়োস্কোপের তামাশা!
ধর্ষিত অতঃপর শ্বাসরুদ্ধ করে হত্যা।

সভ্যতার চাষ হয় যে জমিনে সেখানে মড়ক লেগেছে।
দেশীয়, হাইব্রিড কোনো জাতের রক্ষা নেই।
সব গাছের পাতা জন্ডিস আক্রান্ত।

ঘোলা চোখে সভ্যতা খোঁজে বিত্ত বৈভব আর কামনার শরীর৷                                                             বোধিবৃক্ষতল এখন বোধের বধ্যভূমীু।

কংক্রিটের সুদৃশ্য অট্টালিকার দেয়ালে এখন নর্দমার নোংরা কাদাজল।
পকেটভর্তী মোহর রঙিন আলোয় মুখে ঢালে রঙিন তরল।
গায়ে তার এখনো লুকিয়ে আছে
অসভ্যতা অবিচল।

এমদাদুল হক হীমু – কবি।

আরও পড়ুন