Ads

নজরুল স্মরণে

কাজী আনারকলি

চাঁদ মুখে এসেছিলে তুমি এই ভবে,
দেখে নিভে গেলো সব দুঃখের পিদিম।
সাহিত্যাকাশে উড়ালে হৃদয় নিঃসীম,
সুখের তারা জ্বালবে বলে মন নভে !
তারুণ্যের লোনা জল পানে মাত্র সবে
এক বিদগ্ধ হৃদয় করে হিমসিম,
তাড়া করে ফেরে প্রেম নীলা এক ভীম !
পানকৌড়ি মন উড়ে কোথা যাবে তবে ?

তাড়িত হৃদয় জুড়ে শুধু হাহাকার !
কবিতা গানের মালা গেঁথে যায় ধীরে,
শান্তির পায়রা যেনো উড়ে নিরাকার
সুপ্ত বাসনার তৃপ্তি ভালোবাসা ঘিরে ।
জীবন যৌবন রস ঢেলে বার বার
পয়মন্ত করে দিলে তুমি প্রেয়সীরে !

২৭/০৮/২০২০, বৃহস্পতিবার
ঢাকা, ধানমণ্ডি।

কাজী আনারকলি – কবি।

আরও পড়ুন