Ads

নদীর নাম মুক্তেশ্বরী

——আবু সাইফা

মুক্তেশ্বরী নদীর এ বিদগ্ধ পুলিন–
এইখানে খেয়াঘাট ছিল একদিন
সেই সাক্ষ্য বুকে ধরে আজো জেগে আছে ;
যদিও যৌবনস্রোত হারিয়ে ফেলেছে
অতীত ইতিহাসের নীরব পাতায়।

মানুষের রক্তস্রোত যেভাবে হারায় —
জড়দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে
তেমনি গিয়েছে চলে দেহখানা ফেলে,
যেনো নদী নয়,  নদীর নিথর শব।

মুক্তেশ্বরী নাম শুধু বাকি আর সব
বিস্মৃত স্মৃতি – তরণী – মাঝি- খেয়াঘাট
আজ তারা কই? চারিদিকে ধুধু মাঠ
যেদিকে তাকাই আমি চোখ তুলে।

কত নদী মরেছে এ দেশে কার ভুলে?
লোকে বলে– দূর পশ্চিমে ফারাক্কাবাঁধ
আমাদের নদীদের মরণের ফাঁদ!

আবার দুঃস্বপ্নে টিপাই নদীর মুখ,
মেঘনার মৃত্যুভয়ে কেঁপে ওঠে বুক।

আবু সাইফা – কবি ও সহ-সম্পাদক,মহীয়সী।

আরও পড়ুন