Ads

নিঃসঙ্গ যাত্রা

 

সন্ধ্যার আকাশ জুড়ে আঁধার কালো
মেঘে যেন বাঁধনহারা,
নির্জন পথে নিঃসঙ্গ যাত্রী
আমি দিশেহারা।
প্রিয় বন্ধু, তুমি শখা
থাকো কত দূরে!
পথহারা যাত্রী আমি
একা অচিন পুরে।
পুবের গগন ভেঙে
ঘন বর্ষণ,
বিদগ্ধ হৃদয়ে
হিমশীতল কাঁপন।
ঘন অরণ্য পথে,
ওপারে আঁধার
ঢেউয়ে ভাসা নদীর জলে
অকূল পাথার।
অশ্রুসজল নয়ন,
তনু হীমের শিহরণ,
প্রাণের স্পন্দন বুঝি
তোমার কাছেই মরণ।
দিকবেদিক হাঁটি
চলেছি আমি একা,
কোথা যাই কোথা খুঁজি
পাইনি তোমার দেখা।
ব্যাথার মত জাগে
তুমি তুমি সুর,
প্রিয় বন্ধু, শখা আমার
তুমি কত দূর।

 

রত্না আফরোজ – কবি 

আরও পড়ুন