Ads

নিশিগন্ধা

 

যদি মাইলের হিসেব কর
দুরত্বটা অনেক হবে।
অনুভবের হিসেব কর
তুমিই আমার সবচেয়ে কাছে।

উদাস বনের ব্যকুল হাওয়ায়
ছন্দ গীতের সুরের দোলায়
সূর্য রাঙা প্রভাত বেলায়
তোমার ছবি ভেসে ওঠে।

একলা আমি মাঠের প্রান্তে
এক চিলতে আলোর মাঝে
শুদ্ধ করে চাইতে থাকি
পবন মাঝির বৈঠা খানি।

বাইতে তরী স্রোতের টানে
মনের মাঝে শঙ্কা জাগে
একলা বাতাস আমায় ডাকে
তপ্ত দুপুর মেখে নিতে।

বৈরী হাওয়ার নিস্তলতায়
মনের মাঝের শেষ সীমানার
প্রাচীর ঘেসা বেলা অবেলায়
নিশিগন্ধা খুব ডেকে যায়।

 

বিপাশা হাবিব আরজু  – কবি, সাহিত্যিকও মডারেটর মহীয়সী ।  

আরও পড়ুন