Ads

নীল আকাশ

 

নীল অাকাশে মেঘ জমেছে
মেঘের বাড়ি কই?
বাদলা দিনে বৃষ্টি নামে
একলা ঘরে রই?

বাতাসেতে দোলনা হয়ে
দুলছে গাছের ডাল
বৃষ্টির দিনে করছে খেলা
ডাহুক ছানার পাল।

ইচ্ছে করে হারিয়ে যাই
ওই অাকাশের মাঝে
বৃষ্টি হয়েই পড়বো ঝরে
সকাল বিকেল সাঁঝে।

মাঝে মাঝে মেঘের ভেলায়
অনেক দূরে যাবো
মেঘের সাথে ইচ্ছে মতো
সময়টা কাটাবো।

 

সুলতানা জাকিয়া- কবি 

আরও পড়ুন