Ads

নীল কষ্ট

বিপাশা হাবিব আরজুঃ

প্রেমহীন কবিতার খাতা শুন্যে ফেলে
কবিতা প্রণয়ী বীর আজ
ক্ষুধার থালা হাতে খাবারের লাইনে।

দাঁড়কাক হয়ে দাঁড়িয়ে আছে প্রেমিকা।

নীল কষ্টগুলো সব প্রশান্ত মহাসাগরীয় টানে
ঠিকানা পেতে আন্দোলনে নামে।

মাথা উঁচিয়ে চলা যে রাজহংসটার ভয়ে
সর্বদা সরে দাঁড়াত যে পাতিহাঁসগুলো,
আজ তার পাঁজর ব্যথা।

আমাদের গলির ফুটপাতে বসা
দু’পা হীন ভিক্ষুককে প্রশ্ন তুলেছিলাম
এমন একটা ব্যতিক্রমী ইচ্ছে বল
যা পূরণ করার খুব সাধ?

হেসে পিঠা বিক্রেতা রুবিনার কথা বলেছিল।একটা গোলাপ তাকে কিনে দেবার খুব সাধ !

আমার আর জানা হয়নি
সে কি গোলাপটা কিনেছিল ?
নাকি কিনতে যেয়ে ফিরে এসেছিল !

লেখকঃ কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন