Ads

নীল পেয়ালা

 

না; আজও কোনো রানার আসেনি—
আমি অপেক্ষায় আছি ছাড়পত্রের।
বন্ধু সুকান্ত! তোমার কষ্টের নীল পেয়ালা
এবার আমাকে দাও; এক চুমুক ঠোঁট ছোঁয়াই।

কুয়াশায় পাড় তুলে ঝরা শিউলির মত
মরে যাবার ইচ্ছে কার্তিকের এই মাঠ-ঘাটে।
শামুকের গুগলি আর মাকাললতা জীবনে
পথের ঠিকানা ভুলে যারা চলে গেছে বহুদূর;
আমিও কী তাদের মত নীড়হারা একজন নই?

রূপালি জ্যোৎস্নার বৃহৎ মালঞ্চে
শাদা দুটো ডানার নিরীহ নিবিড় উষ্ণ আরাম;
ছাতিমের ভরা মৌসুম শুষে নিয়েছে কোন এক
বিশুদ্ধ রাতে। তারপর থেকে সে’ সবুজ ছাড়পত্র
আর ফেরে নি ভাগ্যফেরীর ক্ষয়িষ্ণু তল্লাটে…।

লেখকঃ তাসনীম মাহমুদ, কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন