Ads

নীল বইচার চোখ

মীর ইসরাত জাহানঃ

তোমার শুরু তোমার শেষে তোমার আবির্ভাব
সুখে, দুঃখ দোলাচলে আমার কিছু লাভ।

বিস্ময়ী রাত, জোছনা ও চাঁদ, তোমার আলো কই?
অসীম তোমার অনুভবে – ক্ষয়িষ্ণু হৈ চৈ।

ভোরের আযান, তিলের পিঠা, নদীর হাঁটুজল
হুঁ হুঁ কাঁপা বুকের ভেতর-গনগনে, বিরল।

তোমার স্মৃতি, তোমার কীর্তি- মহান, আকাশ ছোঁয়,
বাহারিয়া বসন্ত সাজ দগ্ধ বিষাদময়।

ইঁচা হৃদয়, প্রণয়, বিনয়, নীল বৈচার চোখ,
অকর্ণধার সমুদ্রকুল, বিকুণ্ঠ, উন্মুখ।

লেখকঃ কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন