Ads

পলাশী

ফারহানা শরমীন জেনীঃ

পলাশীর প্রান্তরে
রাঙা খুন ভাসে
অবিশ্বাসের সাথে
পরাজয় মিশে।

পাঁচশত বছরের
বর্নাঢ্য ইতিহাস
মুহূর্তে হেরে যায়
হয় সব নিঃশেষ।

ভাগীরথী বুক চিরে
বয়ে যায় নিরবধি
সফল এক কীর্তি
ইতিহাস অপ্রতিদ্বন্দ্বী।

ঘষেটি আর মিরজাফর
রয়ে যায় আলোচনায়
পেছনের শক্তিরা
চিরতরে লুকিয়ে রয়।

ইংরেজ তোষণের
রেখে গেছে বিষছাপ
তাই নিয়ে বাঙালির
সারাদিন লাফঝাপ।

পলাশীর শিক্ষায়
কারও মন কাঁদেনা
হাজার দুয়ারির
দেয়ালে ঘুরে বেদনা।

মুসলিম সাম্রাজ্যের
কফিনে শেষ পেরেক
ঠুকে দিলো বিবেকহীন
জোচ্চোর ইংরেজ শাসক।

মীরজাফর ঘষেটি
দাঁত কেলিয়ে হাসে
ঘাপটি মেরে আছে
এ সমাজের বাতাসে।

বাঙালীর ঘরে
মুসলিম নবাব
হারালাম ভুলে
কি দেব সে জবাব?

লেখকঃ কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন