Ads

প্রার্থনায় ফিরদাউস

খাদিজা ইয়াসমিন(ইসু)

মাগফেরাতের বৃষ্টি ঝরুক
অন্যায়, অবিচার, পাপ কমুক
হৃদয়ের জং খুলে যিকির উঠুক।
সিয়াম হোক পুত পবিত্র
হুকুম মেনে গড়ি চরিত্র।
রহমত শেষে মাগফেরাত চলমান
কতটা হলো ঈমান বলবান?
সব সৃষ্টিই গায় আল্লাহর গুনগান
অবাধ্যতা নয় মনে বাজুক তওবার শুদ্ধগান।
কিয়ামে লাইলে তনুমনে ডাকি
দু জাহানের কল্যাণ দাও এটাই আর্জি।
চাই রহমত, ক্ষমা ও হেদায়াত
সত্য মেনে ভুলে যাই যেন যাকিছু বেদায়াত।
হিংসা, গিবত, পরচর্চা করি পরিহার
নিজের দিকে তাকিয়ে গড়ি জান্নাতি পরিবার।
অধিকার পাক আত্মীয়স্বজন প্রতিবেশী
দান করবো গোপনে প্রকাশ্যে যে যত বেশি
যাকাত আদায়ে হয় আল্লাহ খুশি।
ক্ষণ এ জীবনের শেষ হবে একদিন
পাথেয় গুছাতে কেন ভাবি আজ থাক হবে পরদিন?
জোয়ান বয়সের ইবাদতে থাকে জোশ, শক্তি
মিযানের পাল্লা ভারি করে চাই আল্লাহর সন্তুষ্টি।
সৎ পথে চলে, সৎ পথে ডেকে
অন্যায়ের সাথে আপোষ না করে,
শেষ নিশ্বাস ত্যাগ করবো আল্লাহর নামে
হিসাবের ক্ষমা নিয়ে যেতে চাই ফিরদাউস জান্নাতে।

লেখকঃ কবি।

আরও পড়ুন