Ads

প্রিয়জন

মোঃ হোসেন মিন্টু

আমি হাজারো রজনী বিনিদ্র থাকবো যদি তুমি চাও
আমি উত্তাল সাগরে তোমার জন্য হতে পারবো নাঁও!
আমি শতসহস্র কামনাকে পদপিষ্ট করে
নীরবে বাঁচতে পারবো তোমার দু’হাত ধরে!

আমি পৃথিবীর সব ফুল পাখি পারবো ভুলে যেতে
একবার যদি হাত রাখ আমারই হাতে!
আমি সমস্ত বসন্ত দিতে পারবো বিসর্জন
আমার নয়নে রাখ যদি তোমার দু”নয়ন!

আমি মুছে দিতে পারবো পৃথিবীর সব রঙের আল্পনা
তোমার হৃদয়ে যদি দাও একটু ঠিকানা!
সাগর নীলিমা আর চাঁদের রুপালী ঝলক
চাইবোনা  যদি পড়ে তোমার পলকে পলক!

মোঃ হোসেন মিন্টু – কবি।

আরও পড়ুন