Ads

ফলাফলঃ বুদ্ধিমানের চোখ খোলা

।। নূরুন্মাহার নীরু ।।  

আমার সময় কাটে না৷

উন্মুখ চোখে রুদ্ধশ্বাসে বারবার তাকাই মুঠোফোনটার পেটে৷

ফলাফল আসার কথা ঐ পথেই ;

গুগোল ফর্মে  একেবারে সময় ধরে৷

জীয়নবাতিটা শেষ হবে তবু ওর নিয়ম সঠিক রবে৷

আসেনা ফলাফল৷ ফলাফল  আসেনা৷

কোন কাজে মন বসেনা৷ প্রতীক্ষার প্রহর কাটে না৷

নতুন কিছু লেখায় হাত ওঠেনা৷

একটা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা—

জিতে গেলে মিলবে বড় অঙ্কের টাকা!

ছোট বেলায় বলেছিলাম , “বাবা, কাল আমাদের ফল দেবে৷”

বাবা মজা করে বলেছিল,”তাহলেতো একটা ঝুড়ি নিয়ে যেতে হয়!”

“—ওগো শুনছো ফল আনতে খোকার ঝুড়ি লাগবে যে৷”

পরদিন সত্যি সত্যি ঝুড়ির জন্য মায়ের দিকে তাকাতেই

মা ও মুচকি হেসে  একটা পলিথিন ধরিয়ে দিয়েছিলেন৷

বিদ্যালয়ে গিয়ে দেখি কোন ফল নয়—

একটা মোটা কাগজের ভাজপত্র তুলে দিলেন মাস্টার সাহেব৷

আর বললেন,” খুব ভাল করেছ খোকা, আগামীতে আরো ভাল চাই৷”

কিন্তু কোথাও কোন ফল নাই৷ সবার হাতেই ঐ মোটা ভাজপত্র৷

মাকে দেখলাম অভিভাবকদের ভীড়ে দাঁড়িয়ে হাসিতে আটখানা হতে৷

সাহসের আস্কারায়  আমিও সোৎসাহে কাগজপত্রটি মায়ের হাতে তুলে দিয়েছিলাম —

এক গাল গৌরবের হাসি হেসে৷

কত্ত বোকা ছিলাম৷

এ ফল যে ঝুড়িতে বয়ে আনার নয়!

কিন্তু আজ কেন মন এত উতলা?

আমার প্রতীক্ষার অস্থির প্রহরটা —

মেকী হাসির বাঁকা চেহারাটা,

বৌ-ছেলে-মেয়ে কেউ বুঝে ফেলেনি তো?

মনকে বুঝাই, সন্তর্পনে কপালের ভাজ আগলাই৷

কি জানি কি ফলাফল! পাছে কেউ দেখে ফেলে!

তবে না জানি উত্তীর্নই হতে পারিনি!

—এখনো কি বোকাই আছি? এত শঙ্কা এত পলায়নপরতা৷

হায় ফলাফল! মাস্টার বলেছিলেন বাঁ হাতে নয় ডান হাতে ধর খোকা৷

যখন পাব আদালতে-আখেরাতে কোন হাতে নেব?

বাম হাত না কি ডান হাত? লুকোতে হবে কি? না কি প্রকাশ্যে উঁচিয়ে দেখাব—

সেই সে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ার মত!

কতটা নম্বর হবে? কোন দলে পড়ে যাব আমি—ডানের না কি বামের ?

হায় ফলাফল! গুগোল কি বলবে আরো ভাল করতে হবে?

সব উত্তর শেষ হয়ে যাবে সেদিন—

“যেদিন ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে দাঁড়াতে হবে৷”

জাগতিক ফলাফল! চোখ খুলে দিলে যে!

আমি কি বুদ্ধিমান হব না তবে?

কবিঃ কবি ও প্রাবন্ধিক

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প  ও কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন