Ads

ফেরা কিংবা যাওয়া

 

জীবনের মানে জানতে চেয়ে
জীবনের ভিতরে এসো না দেখে নিতে
ভিতরে কত খনিজল,
প্রতিদিন পুড়ে পুড়ে
পার হয়ে যাই অগ্নিতে করা ঘৃতাহুতি
জীবনের মতো অবিকল।

এখন পাই বিষফুলে মধুযাপনের
নিমতেতো খই
সুখ নয়, শূন্যতা পেতে পেতে
হতভম্ব হই।

স্মৃতিক্ষরা নদী সরে গেছে দূরে
আর পারি না সে নদীতে নামতে
মৃত বালুচরে বসে লাগে ভয়,
লোকালয় হারিয়ে সন্ন্যাসী এখন
জাগানো পিপাসায় এ জীবন নুলো
অবিরাম হতে থাকে ক্ষয়।

 

হাসান ওয়াহিদ- কবিও সাহিত্যিক। 

আরও পড়ুন