Ads

বরাদ্দকৃত।। শেখ ফাহমিদা নাজনীন

।। শেখ ফাহমিদা নাজনীন ।।

ডাকসাইটে অভিনেতা তিনি,

অর্থের পাহাড় জমিয়ে ফেলেছেন ব্যাংকে,

সেও ওই অভিনয়ের সূত্রে।

তারই দেশে ঘটতে চলেছে মহাযজ্ঞ,

মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের

পুরনো মসজিদটি ভেঙে ফেলে,

সেখানে তৈরি হচ্ছে নয়া ফ্যাশনের মন্দির।

যদিও এসবই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিষয়,

তবুও কোথায় যেন চিনচিন করে বাঁধছে,

এত পুরনো মসজিদ!

এত প্রাচীন স্থাপত্য শৈলী!

ইতিহাস আমাকে বরাবর টানে,

বিশেষত পুরনো নির্মাণশৈলী।

কতিপয় দেশপ্রেমিকও দুহাত উজাড় করে দান করেছেন,

নতুন মন্দিরটির নির্মাণ কাজে।

অভিনেতা ভদ্রলোকটিও দান করেছেন,

বেশ বড় অংকের অর্থ,

এতটা বড় যে সেই অর্থ দিয়ে অনায়াসে,

সে দেশের মরু অঞ্চলগুলোতে,

সুপেয় পানির ব্যবস্থা করা যেত।

অথবা সমাজের নিম্নবিত্ত শ্রেণীর কয়েক হাজার শিশুর জন্য,

শিক্ষার সুব্যবস্থা করা যেত।

সে যাই হোক,

অভিনেতা ভদ্রলোক যা কর্তব্য মনে করেছেন,

তাই করেছেন।

কিন্তু সমস্যাটা অন্যখানে,

ভদ্রলোক নাকি মন্দির সংলগ্ন এলাকাতে

প্রবেশের অনুমতি পাননি।

কি করে পাবেন?

জন্মসূত্রে তিনি যে মুসলিম!

পুরনো প্রশ্ন আবার মাথাচাড়া দিয়ে উঠলো,

স্রষ্টা কি তবে কোন এক নির্দিষ্ট শ্রেণীর জন্য বরাদ্দকৃত?

বাকিদের স্রষ্টা তবে কে?

ভাবনায় ছেদ পড়লো পাশের ভদ্রলোকের ডাকে,

সীমানা সংলগ্ন স্টেশন থেকে ট্রেনে উঠেছি আমরা।

বয়স্ক ভদ্রলোকের হাতে সেদিনের সংবাদপত্র,

বললেন, হেডলাইনটা পড়তে পারছি,

পরের অংশটুকু পড়তে পারছি না।

কৌতূহলে জানতে চাইলাম,

কোথায় গিয়েছিলেন?

বললেন, কলকাতায়,

চোখের ডাক্তারের কাছে।

আমাদের দেশে এত ভালো চিকিৎসা ব্যবস্থা থাকতে,

শুধুমাত্র চোখের জন্য…

মুখ বিকৃত করে বললেন,

দেশের ওপর আস্থা রাখতে পারি না।

দেখলাম, সংবাদপত্রের প্রথম পাতায় জ্বল জ্বল করছে,

বিএসএফের গুলিতে সীমান্তে একজন বিজিবি সেনা নিহত।

২৫ জানুয়ারি ২০২৪।

কবিঃ কবি ও লেখক 

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়ন মূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi এ লাইক দিয়ে ফেসবুকে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন।প্রিয় লেখক! আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন ।

আরও পড়ুন