Ads

বর্ষার ছড়া

 

আহ! কি দারুন বৃষ্টি
লাগে কত মিষ্টি
এ তো প্রকৃতির মহান সৃষ্টি
দেখে শীতল হলো দৃষ্টি।

কিভাবে হয় মেঘের সৃষ্টি
কার নির্দেশে হয় বৃষ্টি
সমুদ্রের নোনা পানি
যায় হয়ে মিষ্টি।

মেঘের তর্জন-গর্জনে
ডর ভয় লাগে মনে
মেঘের সাথে মেঘের ঘর্ষণ
হয় ভারী বর্ষণ।

ভরা বর্ষার এই লগনে
শিহরণ জাগে এ মনে
প্রিয়তমা ধরে বায়না
ঘরে থাকা যায় না।

মুষলধারে বৃষ্টি পড়ে
মন তো আর রয়না ঘরে
তুমি আমি দুজনে
ভিজি বৃষ্টিতে নির্জনে।

বৃষ্টির তালে নাচো তুমি
তাইতো দেখে মুগ্ধ আমি
ভালোবেসে জড়িয়ে বুকে
কিছু সময় কাটলো সুখে।

 

আতিকুর রহমান- কবিও সাহিত্যিক  

আরও পড়ুন