Ads

বাংলা ভাষা

 

জন্ম থেকেই বাংলা বলি
বাংলাতে গান গাই,
এই ভাষাতে মনের কথা
সকলকে জানাই।

এই ভাষাকে আদর করি
সকল ভাষা ফেলে,
বর্ণগুলোর জন্ম দিলাম
বুকের রক্ত ঢেলে।

বাংলা নিয়ে চোখ রাঙালে
একটু নাহি ছাড়,
বাংলা আমার মায়ের মত
আমার অহংকার।

 

রফিকুল্লাহ্ কালবী- কবি 

আরও পড়ুন