Ads

বাসনা

বাসনা
সারারাত জাগি প্রিয়া
        ঘুম আসেনা চোখে
কষ্টের সাথে বাসর আমার
        নিঃসঙ্গ এই রাতে
বাসনা এখন নিরবে কাঁদে
      কামনারা পরবাসে।।
ইচ্ছেগুলি একপেশেতে
    ভাবনা মলিন বেশে
সুখ আমার পালিয়ে বেড়ায়
     দুঃখ আসে পাশে
বাসনা এখন নিরবে কাঁদে
     কামনারা পরবাসে।।
স্বপ্ন দেখি দূর বিজনে
    মায়া জাগে সংগোপনে
ভাষা আমার হারিয়ে গেছে
    সুর নির্বাসনে।
বাসনা এখন নিরবে কাঁদে
    কামনারা পরবাসে।।
গীতিকবিঃ আহমদ ইব্রাহিমী শাহীন।

আরও পড়ুন