Ads

বিদায় হে প্রিয়তম

-হোসনে আরা মেঘনা

বিদায় হে প্রিয়তম, বিদায় !
ক্ষণিকের তরে ধরনীর পরে
দূর্বা ডগার শিশিরসম
পেয়েছিনু ঠাঁই।

ঊষার অরুণ উদিল যবে
আলোক সজ্জার কলরবে,
কণ্ঠ মোর শুকায় পিপাসায়
অমনি লুটি ধুলির ধরায় !
বিদায় হে প্রিয়তম, বিদায় !

লুটিয়া তব  চরণতলে
প্রার্থী পাতিয়া জীর্ণ আঁচলে,
দাওগো মোরে প্রথম আরতি
ভোরের অর্চনার সিন্ধু হতে
বিন্দু প্রেমাঞ্জলী, অসীম মায়ায়!

থাকনা তব ভুরি ভুরি বিভূ
নয়ন মেলি চাহিবোনা কভু,
আসিবোনা আর তব দুয়ারে
অনাকাঙ্খিত এই আমারে
দাও গো আজি শেষ বিদায়।

নাহি দাও মোরে এতটুকু সুখ
ঋতু-রানী জানি হবেনা বিমুখ,
নাহি দাও মোরে ভালবেসে ঠাঁই
মিলবো শূভ্র কাশবনছায়
দূর নীলাম্বরে সাদা মেঘের গায়।
বিদায় হে প্রিয়তম, বিদায় !!

হোসনে আরা মেঘনা কবি ও সহ-সম্পাদক, মহীয়সী। 

আরও পড়ুন