Ads

বিষন্ন সময়

অনামিকা বোস(অনু):

রাতের অন্ধকারে শহরে তখনও
অাতঙ্কের কোলাহল চলেছে
বিকেলে ফিরে আশা পাখির দল,
তখনও ঘরে ফেরেনি ৷
দিনের শেষে যতো কষ্ট গুলো
অবিরাম ভুলে থাকার চেষ্টা ,
মনের কোনে জমে থাকা ,
শুধুই সুখদের স্মৃতি …
কাছের সাথিরা হারিয়ে গেছে না জানি কোথায়..?
ভালোবাসার স্মৃতিসৌধ শুধুই খুঁজে বেড়াই ৷
ভীষন বাঁচতে ইচ্ছে হয়,
একসাথে সকলের পাশে ৷
আমিও কতো দূরে চলে গেছি পথ হারিয়ে ৷
রৌদ্রদগ্ধ ধারায় ক্লান্ত হয়ে পড়ে আছি পথপ্রান্তে ৷
অবিচার আর অত্যাচারে,
হারিয়েছি আমার স্বাভাবিক ছন্দ ৷
প্রকৃতিও চালিয়েছে কতোই না,
অবিরাম ধ্বংসলীলার রুষ্ট আঘাত ৷

আজ আমি বরই ক্লান্ত ,
চিরতরে ঘুমিয়ে পড়েছি ঐ শহরের রাজপথে ৷৷

লেখকঃ কবি।

আরও পড়ুন