Ads

বিষাদ

মাহফুজা শিরিনঃ

হঠাৎ হঠাৎ বিষাদগুলো
চারপাশে,
দাঁত কেলিয়ে খিলখিলিয়ে
খুব হাসে।

যতই দেই মনের ঘরে
খিল এঁটে,
বিষাদ গুলো বড়ই চতুর
উদ্ভটে।
হিহি হাহা হেসেই চলে
অনর্গল,
জাপটে ধরে নিয়ে হাজার
সৈন্যদল।

যতই বলি ছাড়না আমায়
মুক্তি দে,
ততই মনের মধ্যিখানে
সিঁদ কাটে।

বিষাদ নিয়ে তখন আমি
গান লিখি,
কাব্য খাতায় বিষাদ সুরে
ছোপ আঁকি।

তখন আমার অষ্টপ্রহর
বিষাদ বসবাস,
মনের ঘরের সকল কোণে
বিষাদ করি চাষ।

আমার তখন বিষাদ টাকেই
আপন লাগে ভারি,
দিবানিশি বিষাদ কিনি,বিষাদ বেচি,
বিষাদ করি ফেরি।।

লেখকঃ কবি।

আরও পড়ুন