Ads

বুক ভরে শ্বাস নিবো

মঞ্জিলা শরীফঃ

আজ থেকে কয়েকদিন আগেও
আমাদের চোখে স্বপ্ন ছিল
ছিল বুকের গহীনে ভালোবাসার রঙধনু।

তখনো আমরা স্বপ্ন সাজাতাম
পথের বাঁকে ঐ অশ্বত্থ বৃক্ষ তলে,
চির সবুজ পাতাসারি হিমেল হাওয়ায়
স্বপ্ন উড়াতো শাড়ির আঁচলে।

এক জোড়া শালিক পাতার আড়ালে
ঠোঁট লুকিয়ে কথা বলতো
হয়তো তাদের গোপন প্রেমের কথা
অথবা সংসারের জরুরী কোন কথা।

পরম নির্ভরতায় ছায়া দেওয়া
সেই অশ্বত্থ বৃক্ষ তলে
বিদেশী কীট বাসা বেঁধেছে
দখলদারী চলছে তাদের।

স্বপ্ন সাজাতে সেখানে আর কেউ যায় না
স্বপ্ন ভাঙার ভয়ে।
মায়াবী পদচিহ্ন আজ নিশ্চিহ্ন প্রায়
সেখানে দূর্বালতা পাটি বিছিয়েছে ।

শালিক জোড়া আর পাতার আড়ালে
ঠোঁট লুকায় না।
আজ তারা নির্দিধায় প্রেমের কথা বলে
ঘর সংসার করে, বাজারের ফর্দ লিখে।

আমাদের স্বপ্ন ভেঙেছে
তবে অশ্বত্থ বৃক্ষটি  নিকোটিনহীন
বাড়ি পেয়েছে।

যদি যুদ্ধে জয়ী হই,
যদি ফিরে পাই দখলদারী
যাব সেখানে, যৌবনবতী সেই বৃক্ষ তলে
তার উঠোনে দূর্বাঘাসে গা এলিয়ে
নিকোটিনহীন বাতাসে
শ্বাস নেবো বুক ভরে।।

লেখকঃ কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক,মহীয়সী।

আরও পড়ুন