Ads

ভালোবাসার দুর্ভিক্ষ

হাসিবুর রহমান ভাসানী

চারদিকে ক্রমশই বাড়ছে অভাব;
চাল,ডাল,নুন কিংবা আলু পিঁয়াজের অভাব।
অথচ গত দেড় যুগ ধরে গোটা পৃথিবীতে যে ভালোবাসার একটা দুর্ভিক্ষ বয়ে চলছে সে দিকে কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই……!!
রোজ চুরি হয়ে যাচ্ছে স্বপ্নেরা
আর ধুঁকে ধুঁকে মরছে অর্ধনগ্ন ভালোবাসা।

এসব কথা পত্রিকা ছাপে না,
এসব নিয়ে সমাবেশ হয়না,মিছিল হয়না।
জায়গা পায়না তোমাদের রঙিন আলোয় মোড়া টকশোর টেবিলেও;
রোজ কতগুলো স্বপ্ন গুম হয়,
কতগুলো আত্মা নির্লিপ্ত হয়ে যায়,
কতগুলো ভালোবাসা গোপনে দাফন হয়ে যায়,
খবর রেখেছে কেউ..?
কেউ কি আদৌ জানে ওই পাগলাগারদেও এমন হাজারটা ভালোবাসার বেনামী কবর পড়ে আছে।

বাস্তবতা নামক যাঁতাকলে গুড়িয়ে দিয়েছো ভালোবাসার মেরুদণ্ড।
যান্ত্রিকতা আর এই সভ্য সমাজের মুখোশের ফাঁদে টুটি টিপে ধরেছো ভালোবাসার।

অথচ আজও হাজারটা ভালোবাসা উঁকি দেয় রেলিঙের ফাঁকে,খোলা ছাদে কিংবা গলির মোড়ে;
স্বপ্ন দেখে একটা নতুন পৃথিবীর।
যেখানে আবার জন্মাবে নতুন কোনো লাইলি মজনু,
আবার শরীর ছুঁয়ে যাবে চিরবাসন্তী কোনো হাওয়া,
অজুহাতগুলো নিষিদ্ধ হবে চিরকালের জন্য।
যেখানে কোনো কবি আর লিখবেনা নতুন কোনো মন ভাঙার গল্প।
যেখানটায়
মানুষ বাঁচবে ভালোবাসায় অক্সিজেনে নয়….!!!

হাসিবুর রহমান ভাসানী কবি, সাহিত্যিক ও মেডিকেল স্টু

আরও পড়ুন