Ads

ভিন্ন তাই

শিমু খান

আমি ভিন্ন তোর মতোই,
হুইসেল দিচ্ছে এক দুই তিন বিদায়ের কাঁটা,
সময়ের হিসেব আমি আমার মতো ভুলে যাই এর সবই।
ভিন্ন আত্মায় পড়েছিল পলিস
ভিন্ন সত্তায় পরিণত সালিশ।
ভিন্ন বিচারের রায় গড়গড়,
সবশেষে মৃত্যদন্ড প্রেম তোর।

ভিন্ন ভিন্ন দালান কোঠায়
দরদী, নিদারুণ, গরল মানুষ
সবাই মনে এক নয় বাস্তবে কতনা আপনজন!
নিত্য কর্ম চলার নেই শেষ।
ইঞ্চি টেপে দূরত্ব মাপে, লিটার প্রতি আবেগ সস্তায়,
ছৈ দেয়া নায়ে খুঁজছে বজরা,
ভিন্ন ভিন্ন মত মাতান্তরে থামে না এ জীবন যাত্রা।

তুই আমার মতো ভিন্ন
চুলচেরা বিশ্লেষণ করা এলার্ম যেন
কদমের সময়ে,শিমুলের তলেও
একই, একটিই দফা চাই” এর খাতা পূর্ণ হোক তোর।
ভিন্ন নয় বাস্তবের এফোড় ওফোড়
ভিন্ন মনের সুর আসল নকল
কতটা কে কার হয়ে যায়,পড়ে রয়
ভিন্নতায় দ্বিধা জানতে চাইবেনা কেউ।

আমি ভিন্ন তুইও ভিন্ন
ভিন্ন তারাও আচার,বাঁচার ধরণে
ভিন্ন যত শত মনের সূচ সুতো
তবু! মনের কথা জুড়েই যাচ্ছে
নকশীকাঁথার ভুঁই এত এত্ত!

শিমু খান – কবি।

আরও পড়ুন