Ads

মন চাই

 

এমন একটা মন চাই-
যে মনের অগোচরে
শয়নে-স্বপনে শুধুই আমি।
পৃথিবীর কোন শক্তি নেই
তাকে সরাতে পারে,
আসুক না বৈশাখী ঝড় কিংবা
আগুনের লেলিহান শিখা
বুক দিয়ে রুখবে সে যে।
নিঃশ্বাসে বিশ্বাসে থাকব আমি
করবে না কোন আঘাত
কষ্ট মোর করবে ভাগাভাগি।
অশ্রু দেবে মুছিয়ে
হৃদয় চাদরে জড়িয়ে
রাখবে ধরে অনন্তকালের মত।
দুচোখের আঁধার সরিয়ে
আলোর প্রদীপ জ্বেলে
রচিবে প্রেমেরই অন্জলি।
যে মনে থাকবে ভালবাসার গান
মিথ্যে হবে সব অভিমান
রাঙিয়ে দেবে জীবন
স্বর্গ সুখের আল্পনায়।
আকাশের নীলিমা সরিয়ে
পূর্ণিমা চাঁদের জোছনায়
জীবন সাজাতে হাত বাড়াবে
নাহি সে কাঁদাবে
বৃষ্টির অঝোর ধারায়।।

 

নাহিদা আকতার নদী- কবি  

আরও পড়ুন