Ads

মশার জ্বালা

।। সিরাজাম মনিরা মুন ।। 

পড়ছি আমি সুখের সাথে

হঠাৎ এমন দশা,

পায়ে বসে মনের সুখে

দিচ্ছে কামড় মশা।

পড়তে যখন বসি আমি

দেখতে তাকে পাই,

তার জ্বালাতে পড়তে পড়তে

পড়া ভুলে যাই।

পড়ার সময় মশার কামড়

সে কি ভীষণ জ্বালা,

কানের কাছে ভ্যানর ভ্যানর

কান টা ঝালাপালা।

কামড় খেয়ে রাগের চোটে

থাপড় মাড়ি যেই,

গাল দুটো ভাই লাল হয়ে যায়

মশার খবর নেই।

দিনের বেলা যেমন তেমন

রাতে বসায় মেলা,

ঘরের ভেতর দেখি শুধু

মশার দারুণ খেলা।

 

কবিঃ কবি ও ছাত্রী, দশম শ্রেণী 

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প, কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক!  আপনি আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ;  মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই ।  আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন