Ads

মহীয়সী মায়ের গান

মাহফুজুর রহমান আখন্দঃ
.
গোলাপ বকুল জুঁই চামেলি
গন্ধরাজেও গন্ধ নাই
মাগো তোমার আঁচল থেকে
হাজার ফুলের গন্ধ পাই

পূর্ণিমাতে চাঁদের মুখে থাকে যতো আলো
মাগো তোমার মুখের হাসি চাঁদের চেয়েও ভালো
ঘুমপাড়ানি গানের ভেতর
কাব্য গানের ছন্দ পাই

আমি যখন একলা কোথাও থাকি
তোমার কোমল হাতের পরশ সারা দেহেই মাখি

চোখের আড়াল হয়ো নাকো হয়ো নাকো পর
তোমায় ছাড়া অচল আমি আঁধার আমার ঘর
জান্নাতেরই সুখের দিনে
তোমায় যেনো সাথে পাই।

লেখকঃ কবি, সাহিত্যিক, গীতিকার, গবেষক ও অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

আরও পড়ুন