Ads

মহীয়সী

মহীয়সী

কতটা তপ্ত বালুর পথ হেঁটে এলে
তবে তুমি মহীয়সী?
কতরাত কাঁটার বিছানায় শুয়ে নির্ঘুম রাত কাটালে
তবে তুমি মহীয়সী?
কতগুলো হায়েনার ছোবল খেয়ে, বেঁচে ফিরে এলে
তবে তুমি মহীয়সী?
কত রক্তচক্ষু, কত অপমান, কত কষ্ট, কত আঘাতে
জর্জরিত হতে হতে ক্ষয়ে যাওয়া, পোড়া, জ্বলজ্বলে
এক টুকরো হৃদয় নিয়ে তুমি মহীয়সী হবে?
কে তোমাকে দেবে মহীয়সীর জয়মাল্য?
কে তোমার জন্য সাজাবে একটা সুন্দর বিকেল,
আদরে জড়ানো রাত, একটা গোলাপ রাঙা ভোর?
একা হতে হতে কতটা ক্লান্ত হলে, বিষন্ন হলে
তবে তুমি মহীয়সী?
কতটা অন্ধ হলে, কতটা ভীরু হলে,
ঠিক কতটা বোধশূন্য হলে, কতটা জড় হলে
তবে তুমিই মহীয়সী?
জেনে রেখ নারী জন্ম থেকেই তুমি মহীয়সী
যেদিন নিজের দুপায়ে দাঁড়াতে শিখেছ
সেদিনই তুমি হয়ে উঠেছ মহীয়সী।
তোমার অবলম্বন শুধুই পথচলা,
শুধু পানির স্রোতের মত বয়ে যাওয়া,
পথের পরে ধুলোর মত উড়ে যাওয়া,
আসুক যত ঝড় ঝঞ্ঝা, হোক না কেন
ভাঙা গড়ার খেলা!
জন্মজন্মান্তরে সকল নারীই মহীয়সী!

রূহ আফজা রাজ্জাক
২৩/৭/২০২০

লেখক-রূহ আফজা রাজ্জাক, কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন