Ads

মহীয়সী

-শাহানারা শারমিন

মহীয়সী তুমি মুক্ত আকাশ আর
আমরা লাটাই ঘুড়ি,
তোমার বুকেতে আমরা সবাই
ইচ্ছেমতো উড়ি।
তোমার ভুবনে ভরে থাকে সদা
হাসি,আড্ডা গানে,
মনের মাধুরি মিশিয়ে আমরা
লিখছি আপন মনে।
কেউবা লিখি গল্প কবিতা
কেউবা আঁকি ছবি,
লাইভ আড্ডায় মাঝেমাঝে আসে
জ্ঞানী-গুণী কত কবি।
আবৃত্তিতে জুড়ি মেলা ভার
শুনতে লাগে ভালো,
সাহিত্য ভুবনে মহীয়সী তুমি
জ্বেলেছ জ্ঞানের আলো।
মহীয়সী তুমি বেঁচে থাকো সবার
হৃদয় সিংহাসনে,
যুগে যুগে তোমায় বাসব ভালো
আমরা মনেপ্রাণে।

শাহানারা শারমিন কবি, সাহিত্যিক, ও সহ-সম্পাদক,  মহীয়সী।

আরও পড়ুন